প্রচ্ছদ রাজনীতি আগের সংলাপে কিছুই পাইনি : মান্না

আগের সংলাপে কিছুই পাইনি : মান্না

আগের সংলাপে কিছুই পাননি দাবি করে নতুন সংলাপের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন ভাবনা ও জন প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এ আহ্বান জানান।

বিএনপি-জেএসডি-গণফোরাম-নাগরিক ঐক্য মিলে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

সংলাপে বাস্তবে কিছুই অর্জন হয়নি বলে মন্তব্য করেন মান্না। তিনি বলেন, সংলাপের নামে তামাশা চলছে। এখন সরকার তাদের সঙ্গীদের সঙ্গে সংলাপ করছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয়। এ সময় তারা সাত দফা দাবি তুলে ধরেন। তবে তাতে বাস্তবে কিছুই অগ্রগতি হয়নি বলে দাবি মান্নার। এ কারণে নতুন সংলাপ চাচ্ছেন মান্না।