প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ অস্বচ্ছল ও মুক্তিযোদ্ধা পরিবারকে স্বচ্ছল করতে ভ্যানসহ উপকরণ বিতরন

অস্বচ্ছল ও মুক্তিযোদ্ধা পরিবারকে স্বচ্ছল করতে ভ্যানসহ উপকরণ বিতরন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সোহার্দ্য নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্দ্যেগে এবং বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশন (বি এন এফ) এর অর্থায়ানে মাদারীপুরের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে স্বচ্ছল করার জন্য সোমবার দুপুরে থানতলি আনসার ক্যাম্প এর সামনে সোহার্দ্য নারী কল্যাণের নিজ কার্যালয় কয়েকটি ভ্যান গাড়ীসহ বিভিন্ন ব্যবসায়িক উপকরণ বিতরন করা হয়েছে

বিতরণ কর্মসূচি একটাই উদ্দেশ্য, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার এর তারা যাতে তাদের নিজস্ব আয়, ব্যাবসা বৃদ্ধি করেতে পারে,এদের মধ্য ৬জনকে একটি করে ভ্যান গাড়ি, ১জনকে কসমেটিক সামগ্রী, ১জনকে চাউল, এবং ৩জনকে মুদি মালামাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক, শেখ নাসির উদ্দিন, মাদারীপুর সদর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলী হোসেন কাজী, মাদারীপুর সদর সাবেক ডেপুটি কমান্ডার হাজী জাহাঙ্গীর, পেয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সোহার্দ্য নারী কল্যাণ সংগঠনের সভাপতি সাবিহা সুলতানা, সোহার্দ্য নারী কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ফাতেমা পারভিন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।