SHARE

দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে গতকাল মাঠে নামে ভারত।  তবে এই ম্যাচের একাদশে দারুন এক চমক রাখেন কোহলি।  সেটা হল পেসার ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে দলে আনেন ইশান্ত শর্মাকে।  আর এই একটি সিদ্ধান্তেই এবার কোহলির বিরুদ্ধে সরগম সোশ্যাল মিডিয়া ও সাবেকরা। 

সুনীল গাভাষ্কার লিখেছেন, কোহলির দলগঠন পছন্দ হয়নি তার।  তার মতে সামি কিংবা জশপ্রিতকে বসিয়ে ইশান্তকে নেয়া যেত।  কিন্তু ভুবনেশ্বরকে বসিয়ে ইশান্তক নেয়ার মানে তিনি বুঝতে পারছেন না। 

পাঠানদের ছোট ভাই ইরফান পাঠান লিখেছেন, ভুবনেশ্বরের বোলিং নয়, ব্যাটিংটাও মিস করবে ভারত। 

আর সাবেকদের সাথে সাথে কোহলিকে নিয়ে সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী সায়ামি খের।  তিনি লিখেন, আরও এক বার চমকে দেওয়া একাদশ! ভুবিকে বাদ দেওয়ার কোনও যুক্তি আছে?

24 Views