প্রচ্ছদ অর্থনীতি সোনার দাম বাড়ছে না

সোনার দাম বাড়ছে না

আপাতত বাড়ানো হচ্ছে না সোনার দাম। আগের দামে বাংলাদেশের বাজারে সোনা কেনাবেচা হবে। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।শনিবার রাতেই সংস্থাটি সোনার দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।এর আগে জুয়েলার্স সমিতি গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার থেকে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়বে।এতে ভালো মান বা ২২ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে হচ্ছে ৪৮ হাজার ৬৩৯ টাকা। একই ভাবে ২১ ও ১৮ ক্যারেটের সোনার ভরি হবে যথাক্রমে ৪৬ হাজার ৩৬৪ টাকা ও ৪১ হাজার ২৯১ টাকা।তবে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম আগের মতোই থাকবে।বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার সাড়ে চার মাস পর দেশের বাজারে সোনার এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানায় বাজুস।তবে আজ রোববার বাজুস সূত্র জানিয়েছে, সোনার দাম আন্তর্জাতিক বাজারে এখন কমতির দিকে আছে। সে কারণে দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। এছাড়া সামনে বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন ও নববর্ষকে সামনে রেখে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন আগের দামেই সোনা কিনতে পারবেন ক্রেতারা।বর্তমান দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার ভরি আগের মতোই থাকছে অর্থাৎ ৪৭ হাজার ৪৭২ টাকা। আর ২১ ও ১৮ ক্যারেটের সোনার ভরি যথাক্রমে ৪৫ হাজার ১৯৮ টাকা ও ৪০ হাজার ১২৪ টাকা।অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা এবং রুপার ভরি ১ হাজার ৫০ টাকা।