প্রচ্ছদ সারাদেশ নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, আক্রান্ত ৩০১

নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, আক্রান্ত ৩০১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : 

করোনাকে মোকাবেলা করতে পুরো দেশের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ক্রমাগত করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দুঃখের বিষয় আক্রান্ত ও মৃতের তালিকায় নারায়ণগঞ্জের নামটি একেবারে উপরের দিকে। করোনা টেস্টের ফলাফল আসতে দেরি হওয়ায় করোনায় পজিটিভ ব্যক্তিদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিকেও স্বাভাবিক দাফনের পরে অনেক সময় জানা যাচ্ছে তার করোনা আক্রান্তের ব্যাপারটি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০১ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় এ জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তর সংখ্যা ২১৮ জন, মারা গেছেন ১৩ জন।

সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, মারা গেছেন ৬ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫ জন, মারা গেছে ১ জন। তবে আড়াইহাজার উপজেরায় ৮ জন ও সোনারগাঁ উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলেও কেউ মৃত্যুবরণ করেননি।

এদিকে, গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ৭০৬ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৬১ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা।

এছাড়া শহর এলাকায় নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেকেজি নামক একটি এনজিও।
এছাড়া খানপুর তিনশ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।