প্রচ্ছদ জাতীয় জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মধ্যপ্রাচ্য জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। নতুন নতুন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা হবে। যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য কাজ করা হবে।

মঙ্গলবার ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইন শাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারের এবারের মেয়াদে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার দিয়ে করবে।