জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। কারেও আনুকূল্য চাই না। কিন্তু দেশের জন্য কেউ যদি ভাল কাজ করে তা যেন ভালভাবে লেখে সেটা আমরা চাই।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমি করে দিয়েছি। এ সময় সাংবাদিক, শিল্পী, সাহিত্যিকদের জন্য আবাসনের কথা বলেন তিনি।

বিএনপিই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। এ সময় ঢাকা-১০ এবং মাগুরা উপ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের মুখে সুষ্ঠু নির্বাচন-গণতন্ত্রের কথা শুনতে হয়। তারা ভোট কারচুপি করে, ভুয়া ভোটার বানায় তারা আবার নির্বাচনী গণতন্ত্র নিয়ে কথা বলে। তারা যখন ভোটে পারে না, ষড়যন্ত্র খোঁজে। গণতন্ত্র যেন বজায় থাকে, সেটাই আমি চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে একটি শ্রেণি আছে, যারা দল গঠন করতে, ভোট করতে ভয় পায়, জনগণকে ভয় পায়। যদি ইর্মাজেন্সি কিছু আসে, তাহলে পতাকা পায়। জ্ঞানী-গুণী হয়েছে তারা পাপমন নিয়ে কাজ করে।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে কিছু সংবাদপত্র উল্টাপাল্টা লিখেছে তা প্রমাণ হয়নি। এখন তাদের এখন কী করা উচিত চিন্তা করেন। এটা কী সংবাদপত্রের স্বাধীনতা? অভিযোগ তুললেও দুর্নীতির বিষয়টি বিশ্বব্যাংক প্রমাণ করতে পারিনি। কানাডার ফেডারেল আদালত দুর্নীতির বিষয়টি বানোয়াট বলে ঘোষণা দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটিই এখন প্রমাণিত হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু: ইউনিসেফ

মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রতিদিন প্রায় ৬০টি শিশু জন্ম দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সর্বশেষ অভিযানের পর গত ৯ মাসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এভাবে জাতিগত নিমূলের ঘটনার নিন্দা জানিয়েছে। তবে জাতিগত নিমূলের অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

বুধবার ইউনিসেফের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গারা কক্সবাজারে আসার পর থেকে এ পর্যন্ত ১৬ হাজার শিশুর জন্ম দিয়েছে। এর মধ্যে মাত্র ৩ হাজার শিশুর জন্ম হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে।

ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডুওয়ার্ড বেইগবেদার বলেছেন, ‘ভয়ংকর পরিবেশের মধ্যে প্রতিদিন প্রায় ৬০টি শিশু পৃথিবীর মুখ দেখছে, আর যে মায়েরা এদের জন্ম দিচ্ছে তারাও স্থানচ্যুতি, সহিংসতা, আতঙ্ক এবং এমনকি কখনো কখনো ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে’।

তিনি আরও বলেন, “যৌন সহিংসতার ফলে জন্ম নেওয়া বা জন্মলাভ করা শিশুদের প্রকৃত সংখ্যা জানা অসম্ভব। তবে যারা দুনিয়াতে আসছে বা যে মায়েরা তাদের জন্য দিচ্ছে তাদের প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে-সেটাই বড় কথা।”

পর্নস্টারের অভিযোগ সত্য, অবশেষে মেনে নিলেন ট্রাম্প

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নিজের যৌন সম্পর্ক প্রকাশ না করার জন্য তাকে যে অর্থ দিয়েছিলেন অবশেষ তা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আইনজীবীর হাতে কত অর্থ দিয়েছিলেন সেটিও আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করা হয়েছে।

দ্য অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, মিস্টার ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি দিতে হয়েছে। এ সংক্রান্ত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, তিনি আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে।

যদিও এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়ার বিষয়টি অস্বীকার করে আসছিলেন ট্রাম্প।

এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ বলছেন স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে।

যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকস এর প্রধান ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।

স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরির করতে পারে, এমন শঙ্কা ছিল। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারতো। কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন, ২০০৬ সালে একটি হোটেল কক্ষে ট্রাম্প তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন যে, তার আইনজীবী মাইকেল কোহেন মিজ ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে কোনোঅর্থ দিয়েছিলেন কি-না সেটি তার জানা নেই।

তবে আইনজীবীকে ট্রাম্পের টাকা দেয়ার বিষয়টি প্রথম নিশ্চিত করেন প্রেসিডেন্টে অ্যাটর্নি রুডি গিলিয়ানি। তিনি বলেছিলেন যে, মিজ ড্যানিয়েলসকে চুপ রাখতে – যাতে করে তিনি অসত্য ও অতিরঞ্জিত অভিযোগ মিস্টার ট্রাম্পকে নিয়ে না করেন সেজন্যই ওই লেনদেন করা হয়েছিলো। সূত্র: বিবিসি বাংলা

প্রিন্স হ্যারির বিয়েতে গাইবেন ডায়ানার বন্ধু এলটন জন

ব্রিটিশ প্রিন্স হ্যারির বিয়েতে গাইবেন তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার বন্ধু ও দেশটির জনপ্রিয় সঙ্গীত তারকা স্যার এলটন জন। তিনি ডায়ানার খুব কাছের একজন ছিলেন এবং দাতব্য প্রতিষ্ঠানের হয়ে একসঙ্গে কাজও করেছেন তারা। ১৯৯৭ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠানেও গেয়েছিলেন তিনি।

শনিবার সাবেক হলিউড অভিনেত্রী মেগান মের্কেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হ্যারি। এর মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অনুমতিও পেয়ে গেছেন তিনি।

ডায়ানার সঙ্গে এলটন জন

তবে রাজকীয় এই বিয়েতে কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তার মানে দাঁড়ায়, রাজকীয় এই বিয়েতে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’রও উপস্থিত থাকার সম্ভাবনা নেই।

হ্যারির সঙ্গে হাত মেলাচ্ছেন জন, সঙ্গে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম

হ্যারি ব্রিটিশ সিংহাসনের সরাসরি উত্তরাধিকারী নন, সেজন্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র: এক্সপ্রেস ইউকে

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ

মাসুদ রানাঃ বুধবার ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপস্থিত ২৪ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেডিও টুডে’র স্টাফ রিপোর্টার হাসিব বিল্লাহ।
বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসের হলরুমে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ৪ সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি দেলওয়ার হোসাইন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি যাকারিয়া ইউসুফ, সাধারণ সম্পাদক আল ইমরান হোসাইন ও কার্যনির্বাহী সদস্য এসএম নাসিম।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শাহ্ আলম (দৈনিক প্রথম কথা) ও সহ-সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী (সময় টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. ইলিয়াছ (শীর্ষ নিউজ), তানভীর আহমদ (দৈনিক আমার বার্তা) ও নাজমুস সাকিব (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকুরী (দৈনিক সংবাদ) নির্বাচিত হয়েছেন। এসময় সংগঠনের ১৬ সদস্যের কমিটি গঠিত হয়।
এছাড়াও দফতর সম্পাদক শাহাদাত সাদমান (দৈনিক আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক আব্দুর রহিম (পলিটিক্স নিউজ), প্রকাশনা সম্পাদক আবদুল হাকিম (দৈনিক আমাদের নতুনসময়), অর্থ-সম্পাদক এজেড ভূঁইয়া আনাস (দৈনিক আমাদের অর্থনীতি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন (দৈনিক আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম (স্টুডেন্ট বিডি জার্নাল), সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম (বাংলানিউজটোয়েন্টিফোরডটকম), ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রহমান (স্বাধীন বাংলা ডটকম) মনোনীত হয়েছেন।
কমিটির ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্লা ও উপাধ্যক্ষ নেহাল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মোয়াজ্জম হোসেন মোল্লাহ বলেন, বহিরাগত অনেকেই ঢাকা কলেজের নাম ব্যবহার করে নানা রকম দুর্নাম ছড়াচ্ছে । আমি বিশ্বাস করি সাংবাদিক সমিতি পেশাগত দায়িত্ব পালনে ফের কলেজের মান রক্ষায় ভূমিকা রাখবে।
এসময় তারা নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেন এবং সাংবাদিক সমিতির নতুন কমিটির সফলতা কামনা করেন। এছাড়াও নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কলেজ প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মচারি কল্যাণ সমিতিসহ কলেজের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

রাবিতে বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাত: ছাত্রলীগকর্মী আটক

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় সাইফুল ইসলাম হৃদয় নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মী হামজাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত সাইফুল ইসলাম হৃদয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তার বাড়ি খুলনায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আটক ছাত্রলীগকর্মী হামজা গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। হামজা রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী বলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিশ্চিত করেছে।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহবুব আলম বলেন, ‘বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ছুরিকাহত সাইফুল ইসলাম তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে বান্ধবী নিয়ে বসেছিলেন। এসময় ছাত্রলীগকর্মী হামজা ও তার দুই সহযোগী সাইফুলের বান্ধবীকে উত্যক্ত করে। সাইফুল এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং তারা চলে যায়। এর আধা ঘণ্টা পর সাইফুল তার বান্ধবীকে রোকেয়া হলে পৌঁছে দিয়ে ফেরার পথে হামজা ও তার সহযোগীরা পথরোধ করে।’

‘কথাকাটাকাটির একপর্যায়ে হামজা ও তার সহযোগীরা সাইফুলের পেটে ছুরিকাঘাত করে। এসময় আশেপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গেলে তারা পালিয়ে যেতে চেষ্টা করলেও শিক্ষার্থীরা হামজাকে ধরে ফেলে। এরপর তাকে মারধরও করা হয়। খবর পেয়ে অভিযুক্ত হামজাকে আটক এবং সাইফুল ইসলামকে উদ্ধার করে রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয় পুলিশ’ বলে জানান ওসি (তদন্ত) মাহবুব আলম।

তিনি আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয় নি। আটককৃত হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনাস্থলে হামজার সঙ্গে কথা বললে তিনি জানান, ‘আমি কাউকে ছুরিকাঘাত করিনি। আমার সঙ্গে আরও দুইজন ছিলো। ওরা ছুরি মেরেছে।’ কারা ছুরি মেরেছে জানতে চাইলে সহ-সভাপতি সাদ্দাম ধমক দিয়ে হামজাকে চুপ থাকতে বলেন এবং পরিচয় জানাতে বাধা দেন।

এদিকে হামজাকে নিজের কর্মী মানতে নারাজ ছাত্রলীগের রাবি শাখার সহ-সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হামজা পড়ে আছে। পরে ছুরিকাঘাতের ঘটনা শুনে ওখান থেকে চলে আসি। আর ছেলেটার নাম হামজা আমি শুধু এটুকুই জানি। সহ-সভাপতি হিসেবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমার সঙ্গে ঘুরতেই পারে। তাই বলে তো সে আমার কর্মী হতে পারে না।’

হামজা ছাত্রলীগকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। তিনি বলেন, ঘটনাটি শুনলাম। আমি ক্যাম্পাসের বাইরে আছি। এ ঘটনায় সে জড়িত থাকলে ক্যাম্পাসে ফিরে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা শুনেই আমি আহত শিক্ষার্থীকে রামেক হাসপাতালে পাঠিয়েছি। আর অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে।

মাদারীপুরে কারাগার পরিদর্শণে এসে কারা মহাপদির্শকের অসন্তুস প্রকাশ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নির্মানাধীণ নতুন কারাগার পরিদর্শনে এসে অসন্তোস প্রকাশ করেছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বুধবার দুপুরে মাদারীপুরে নির্মানাধীণ নতুন কারাগারের নির্মাণ কাজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নকালে এই অসন্তোসের কথা জানান।

তিনি এসময় বলেন, কাজের মেয়াদ আগামী জুনে শেষ হবে কিন্তু এখনও ৩০ ভাগ নির্মাণ কাজ বাকী রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আমার মনে হয় না। নিম্মমানের কাজ হয়েছে। আমি এই কাজ দেখে আমি অসন্তুষ্ট। পরিদর্শন শেষে তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব প্রমুখ।

 

 

ঝিনাইদহে বৃদ্ধি পাচ্ছে পরকিয়ার হার

ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহের পর এবার প্রবাসির স্ত্রীর ঘরে ঢুকে পুলিশের হাতে ধরা পড়লো হরিণাকুন্ডুর মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তিনি হরিণাকুন্ডু উপজেলার শিংগা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গতকাল রাতে শিংগা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসি জানায় শিংগা গ্রামের ওমান প্রবাসি আরিফুলের স্ত্রী স্মৃতির সাথে পরোকিয়া গড়ে তোলে মনিরুল। এ কারণে প্রায়ই স্মৃতির ঘরে যেত মনিরুল। রাতে স্মৃতি মনিরুলের অনৈতিক কাজের বিষয়টি জানতে পেরে ফাঁদ তৈরী করে গ্রামবাসি। মনিরুল স্মৃতির ঘরে প্রবেশ করা মাত্রই পুলিশকে খবর দেয় গ্রামবাসি। স্মৃতির ঘরে কড়া নাড়তেই জানালা ভেঙ্গে পালানোর চেষ্টা করে মনিরুল। হাতে নাতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা মনিরুলকে ঘরের ভিতর আটকে রেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসময় দুজনকে ধরে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা নিয়ে কথা হলে বুধবার বিকালে হরিণাকুন্ডু থানার এসআই নিপুন বোষ জানান, দন্ডবিধি ২৯০ ধারায় মনিরুল ও স্মৃতিকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, একই রকম ঘটনায় গত পরশু মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামে প্রবাসি জালু মিয়ার স্ত্রী চুমকির ঘরে ঢুকে ধরা পড়ে হরিণাকুন্ডুর হিঙ্গেরপাড়া গ্রামের জামাত আলীর ছেলে নায়েব আলী। এ সময় নায়েবকে কুপিয়ে হাসপাতালে পাঠানো হয়। ঝিনাইদহে জেলায় প্রবাসির স্ত্রীদের নিয়ে বিপাকে পড়েছে তার পরিবার পরিজন। বিয়ে করে স্বামী বিদেশে থাকায় তারা হরহামেশা পরোকিয়ায় জড়িয়ে পড়ছে। এতে বিভিন্ন গ্রামে সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপন উপলক্ষে ঝিনাইদহে আতশবাজি উৎসব পালন

ঝিনাইদহ সংবাদাতাঃ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপন উপলক্ষে ঝিনাইদহে আতশবাজি উৎসব পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাত ৮ টায় শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ উৎসব পালন করা হয়। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বা) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় আতশবাজির আলোয় গায়েব হয়ে যায় রাতের অন্ধকার। শব্দে ভাঙ্গে রাতের নিস্তব্ধতা। আলোয় রাতের আকাশে ফুটে ওঠে বর্ণিল নকশা। হাততালি আর মোবাইলে দৃশ্য ধারণ করতে ব্যস্ত থাকে উপস্থিত দর্শক। এর আগে ওড়ানো হয় ফানুস । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহেশপুরে আওয়ামী লীগের কর্মীসভার বিরিয়ানি খেয়ে শতাধিক 

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া’র কর্মীসভার বিরিয়ানি খেয়ে শ’খানেক লোক অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শত কর্মী যোগদান করে। সভা শেষে তাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ বিরিয়ানি খাওয়ার পর রাতে বাড়িতে যেতে বিষক্রিয়া শুরু হয়। তাদের মধ্যে প্রায় শ’খানেক লোক বমি ও পায়খানা করতে শুরু করে। অসুস্থদের মধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, কোটচাঁদপুরে ১৩ জন ও জীবননগরে ১০ জনকে ভর্তি করা হয়। মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান জানান, সভা শেষে এক প্যাকেট বিরিয়ানি পান তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেসহ খান। রাত ১১ টার দিকে ৩ জনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তাদেরকে মহেশপুর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ফতেপুর গ্রামের একরামুল খান জানান, বিরিয়ানি খাওয়ার পর ভোররাতে পেটে ব্যাথা ও বমি পায়খানা শুরু হয়। তাকে সকালে এনে হাসপাতালে ভর্তি করা হয়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: আফসার আলী বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় তাদেরকে সারিয়ে তোলা হচ্ছে। এ ব্যাপারে পারভীন তালুকদার মায়া’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে কর্মী সমাবেশে পচা ও বাসি খাবার দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব লীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, স্বরূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক মাষ্টার, যুবলীগ নেতা আজিজুল হক আজা, জিয়াউর রহমান, ইয়াকুব আলী, কৃষক লীগ নেতা মনিরুল ইসলাম, আমিনুর রহমান। এসময় বক্তারা বলেন, ২০০০ সালে পারভীন তালুকদার মায়া মহেশপুর-কোটচাঁদপুর এলাকায় এসে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়। জামায়াত বিএনপির সাথে আতাত করে তৎকালীন বিএনপি শহিদুল ইসলাম মাষ্টারকে নির্বাচিত হওয়ার জন্য সহযোগিতা করে। এরপর আর তার কোন খবর পাওয়া যায় নি। সম্প্রতি তিনি আবার বসন্তের কোকিলের ন্যায় এসে এলাকার মানুষের মাঝে নিজের প্রার্থীতা জাহির করে বেড়াচ্ছেন। বর্তমান সংসদ সদস্যে নবী নেওয়াজ যখন তৃণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করছেন তখন পারভীন তালুকদার মায়া এমপির উন্নয়নমুলক কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ সভা শেষে হাসপাতালে অসুস্থ রোগিদের মাঝে খাবার পানি, স্যালাইন, কলা, পাউরুটি ও চিড়া বিতরণ করেন সংসদ সদস্য নবী নেওয়াজ এমপির প্রতিনিধিরা।

সর্বশেষ আপডেট...