প্রচ্ছদ খেলাধুলা নেইমারের পিএসজি ছাড়া নিয়ে যা বলল রিভালদো!

নেইমারের পিএসজি ছাড়া নিয়ে যা বলল রিভালদো!

ফুটবল বিশ্বে গুঞ্জন উঠেছে ও তার বাবাও ইচ্ছা ছেলে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে মাঠে নামুক। তবে ছেলের ইচ্ছা কি তা এখলো পরিষ্কার হয়নি। হ্যা! বলছি ব্রাজিলের ২৬ বছর বয়সী সেনসেশনার ফুটবলার নেইমার। তবে নেইমার স্প্যানিশ জায়েন্ট ক্লাব বার্সাকে ছেড়ে কেনইবা রিয়িাল যোগ দিবে। প্যারিস সেন্ট জার্মেইয়ে কোনো সমস্যা হচ্ছে তার?রিভালদোর কথা শুনলে কারণটা হয়তো ধরতে পারবেন না। কারণ, রিভালদো মনে করেন আসলে ফ্রান্সের ক্লাবে যোগ দিয়েই ভুল করেছেন নেইমার।বিশ্ব রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে স্পেন ছেড়ে ফ্রান্সের পিএসজিতে যোগ দিলেন। দ্রুত সফল ক্লাবে। তারপর ফেব্রুয়ারি থেকে ইনজুরিতে।

তাহলে কি নেইমার ভুল করেছেন বার্সেলোনা ছেড়ে? এই প্রশ্ন ২০০৬ বিশ্বকাপ জেতা রিভালদোকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন, ‘এটা বলা কঠিন। তবে আপনি বিশ্বের সেরা হতে চাইলে, পিএসজি শক্তিশালী কিন্তু তাদের চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহ্য নেই, ইউরোপের সবচেয়ে শক্তিশালীদের মধ্যে তারা নয়।’ রিভালদো ব্যাখ্যা দিয়েই জানালেন, ‘ফ্রেঞ্চ লিগ ইংলিশ, স্প্যানিশ কিংবা জার্মান লিগের মতো নয়। এই কারণে আমি মনে করি নেইমার একটা ভুল করে ফেলেছে। তবে আর্থিক দিক দিয়ে এটা তার এবং তার পরিবারের জন্য ভালো।’

রিভালদো আরি পরিষ্কার করেই বলেন, নেইমারের তো বিশ্বের সেরা প্রমাণ করতে ব্যালন ডি’অর জিততে হবে। কিন্তু পিএসজিতে থেকে তা কতোটা সম্ভব? নাহ। খুব বেশি সম্ভাবনা রিভালদো দেখেন না। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে, ভিন্ন কিছু করে দেখাতে হবে ব্যালন ডি’অর জিততে হলে। তার দল সবসময় লিগ ও কাপ জেতে। কিন্তু যেমনটা বললাম, এটা শক্তিশালী চ্যাম্পিয়নশিপের মধ্যে না।’