প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ৮১ টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে হস্তান্তর

৮১ টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে হস্তান্তর

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে কমিশনের সুপারিশে ৮১ টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের  জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০ টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালযের অধীনে ৪টি মিল-কারখানা বেরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০ টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে।