প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ‘কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে’

‘কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে’

বাণিজ্যের রাজধানী চট্টগ্রামকে অর্থনীতির লাইফ লাইন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ১২-১৪ আনা ব্যবসা এখানে। চট্টগ্রাম আমাদের স্বপ্নের জায়গা। চট্টগ্রামকে প্রায়োরিটি দিতে হবে। চট্টগ্রামে যা আছে তাকে নার্সিং করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিবারের মতো এবারও নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা চলবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম চেম্বার শতবর্ষী সংগঠন। ১১৮ বছর হলো। চট্টগ্রামের গুরুত্ব অনেক ঊর্ধ্বে। ব্লু-ইকোনমির ভবিষ্যৎ বিশাল। চট্টগ্রামকে ঘিরে ব্লু -ইকোনমির কার্যক্রম শুরু করতে হবে। প্রধানমন্ত্রী টানেল খনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন। সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন। তিনি বলেন, এ সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের সমস্যা আমি ভালো বুঝি। জানি কোথায় কোথায় ব্যবসায়ীদের বাধা। আমরা চাই আরও বেশি বিনিয়োগ আসুক। এর জন্য সুযোগ তৈরি করতে হবে। এ সরকারের সব মন্ত্রী কাজ শুরু করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। সরকার সেই উদ্যোগ নেবে যাতে বিভাগীয় শহরগুলো নিজ নিজ মহিমায় গড়ে উঠতে পারে। এতে দেশে সুষম উন্নয়ন হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ব্যবসার রাজধানী হবে চট্টগ্রাম। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সমাপ্ত হলে চট্টগ্রাম সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হবে।

তিনি বলেন, শিপবিল্ডিং আরও ভালো হতে পারে। নজর দিতে হবে। চট্টগ্রাম চ্যাম্পিয়ন পর্যটনে। এ খাতে জোরেশোরে কাজ করতে হবে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেলার চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। উপস্থিত ছিলেন মেলার কো-চেয়ারম্যান ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তরফদার রুহুল আমিন, কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ ও সৈয়দ ছগীর আহমদ প্রমুখ।