প্রচ্ছদ জাতীয় ৬ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

৬ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

সরকারের মাদকবিরোধী অভিযানের সময় তথাকথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল শুক্রবার রাতেও দেশের ছয় জেলায় আটজন নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর মধ্যে কুমিল্লার দুজন, দিনাজপুরে দুজন এবং জয়পুরহাটের পাঁচবিবি, পাবনা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও চাঁদপুরের কচুয়ায় একজন করে ‘বন্দুকযুদ্ধে’ মোট আটজন নিহত হয়েছেন।

এ নিয়ে গত এক সপ্তাহে লাগাতার ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সারা দেশে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সময় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।