প্রচ্ছদ খেলাধুলা ৪৪ বছর বয়সে মিসবাহ’র বিশ্ব রেকর্ড

৪৪ বছর বয়সে মিসবাহ’র বিশ্ব রেকর্ড

সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকদিন হলো। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে গত ৫ মার্চ দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে তিনি নতুন রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ফিফটি হাঁকানো ব্যাটসম্যানের খেতাব এখন তার দখলে।

পেশোয়ার জালমি ২০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এমন সময় মাঠে নামেন মিসবাহ। দলের অমন বিপদের মুহূর্তে সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন যা আবার টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি। তাদের অসাধারণ জুটিতে ভর করে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে চলতি আসরের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জালমি। মিসবাহ তার ৫৫ বলে ৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কায়।

সাবেক এই পাকিস্তানি অধিনায়কের বয়স এখন ৪৪ বছর ২৮৪ দিন। এই বয়সেও টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকানো মোটেই সহজ কাজ নয়। তবে বয়স দিয়ে নয়, তার পরিমাপ যে তার অভিজ্ঞতা দিয়ে সেটাই যেন বুঝিয়ে দিলেন তিনি।