প্রচ্ছদ জাতীয় ৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা বুধবার থেকে

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা বুধবার থেকে

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামীকাল বুধবার শুরু হবে। শেষ হবে ২৬ নভেম্বর।

রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান কার্যালয়ে প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে এ পরীক্ষা হবে।

সরকারি কর্ম কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ২ অক্টোবর পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে ওই প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

জানা যায়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।