প্রচ্ছদ খেলাধুলা ১০-১ গোলে জিতে শেষ ষোলোতে রিয়াল!

১০-১ গোলে জিতে শেষ ষোলোতে রিয়াল!

প্রথম লেগে জিতে শেষ ষোলোতে এক পা দিয়েই রেখেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি পর্বে মেলিয়াকে বিধ্বস্ত করে বাকিটা সারলেন লস ব্লাঙ্কোরা। শক্তিতে বহু পিছিয়ে থাকা দলটিকে ৬-১ গোলে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ১০-১ ব্যবধান এগিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তারা।

প্রথম লেগে মেলিয়ার ডেরায় ৪-০ গোলে জিতেছিল রিয়াল। সেই আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামেন স্প্যানিশ জায়ান্টরা। এদিন নিয়মিত একাদশের অনেককেই বসিয়ে রাখেন সান্তিয়াগো সোলারি। তার অধীনে শুরুর একাদশে প্রথম সুযোগ পান ইসকো।

শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে মেলিয়াকে ঠেসে ধরে রিয়াল। তবে গোলমুখ খুলছিল না। এ অপেক্ষার শেষ হয় ৩৩ মিনিটে। বজ্রগতির শটে গোলরক্ষককে ফাঁকি দেন মার্কো অ্যাসেনসিও। দুই মিনিট পরই ভিনিসিউস জুনিয়রের পাস ধরে সফল নিশানাভেদে ব্যবধান দ্বিগুণ করেন এ স্প্যানিশ উইঙ্গার। ৩৯ মিনিটে বল ঠিকানায় পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন হাভিয়ের সানচেজ। তাতেও ছিল অ্যাসেনসিওর আলতো ছোঁয়া।

প্রথমার্ধে যেখানে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করে রিয়াল। ৪৮ মিনিটে কোনাকুনি শটে সফল লক্ষ্যভেদে দলের জয় একরকম নিশ্চিত করেন ইসকো। তবু গোলের ক্ষুধা মেটেনি গ্যালাকটিকোদের। প্রখর আক্রমণের গতি সচল থাকে তাদের। এবার জালের দেখা পেতে একটু বিলম্ব হয়। ৭৫ মিনিটে বল জালে জড়ান ভিনিসিউস।

৮১ মিনিটে সফল স্পট কিকে জাল খুঁজে নেন কাসমি। এতে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলের দলটির হারের ব্যবধানই কেবল কমেছে। দুই মিনিট পর প্রতিপক্ষের রক্ষণ চিরে রিয়ালকে ফের এগিয়ে দেন ইসকো। এতে ৬-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ১০-১ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে কোপা ডেল রের ১৯ বারের বিজয়ীরা।