প্রচ্ছদ খেলাধুলা ১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্ব রেকর্ড

১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্ব রেকর্ড

মাত্র ১০ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ঝাড়খন্ডের বাম হাতি স্পিনার শাহবাজ নাদিম। শুধু ভারতীয় ঘরোয়া ক্রিকেটই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে ‘লিস্ট এ’ ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল দিল্লির সাবেক স্পিনার রাহুল সাংভির। ১৯৯৭-৯৮ ক্রিকেট মৌশুমে দিল্লির বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৮টি উইকেট পেয়েছিলেন৷ এর দুই দশক পর চেন্নাইয়ের মুরুগাপ্পায় রাজস্থানের বিরুদ্ধে নতুন এই রেকর্ড গড়ে সাংভিকে টপকে গেলেন নাদিম।

রাজস্থানের বিপক্ষে নাদিম একের পর এক যেভাবে উইকেট নিতে শুরু করেছিলেন, তখন মনে হচ্ছিল, হয়তো ১০ উইকেটই তিনি নিয়ে নেবেন কিন্তু আট উইকেটেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। যদিও তাঁর বিধ্বংসী বোলিংয়ে ২৮.৩ ওভারে ৭৩ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। জবাবে ১৪.৩ ওভারে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ঝাড়খন্ড ৷

ম্যাচ শেষে শাহবাজ নাদিমের বোলিং ফিগার দাড়ায় ১০-৪-১০-৮।

জানা গেছে, লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম আট উইকেট নেন কিথ বয়েস। ১৯৭১ সালে তিনি ২৬ রানে আট উইকেট নেন। এরপর ১৯৮৭ সালে ডেরেক আন্ডারউড ৩১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। পরের বছর মাইকেল হোল্ডিং ২১ রানে আট উইকেট নিয়ে বয়েসের রেকর্ড ভাঙেন। আর ১৯৯৭-৯৮ মৌসুমে সাংভি ১৫ রান দিয়ে ৮ উইকেট নেন। এবার সাংভিকে টপকে গেলেন নাদিম।

তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একবারই রয়েছে ৮ উইকেট নেয়ার ঘটনা। শ্রীলঙ্কান পেসার চামিন্ডা ভাস ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে নিয়েছিলেন আট উইকেট।