প্রচ্ছদ খেলাধুলা হোয়াইটওয়াশের ম্যাচে আসছে অনেক পরিবর্তন

হোয়াইটওয়াশের ম্যাচে আসছে অনেক পরিবর্তন

সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। এবার হোয়াইটওয়াশের পালা। তবে তার থেকেও বড় টার্গেট হল নিজেদের দলের ব্যাকআপ খেলোয়ার তৈরি করা।

বাংলাদেশের প্রধান নির্বাচক নান্নু বলেছিল, দ্বিতীয় ম্যচেই যদি সিরিজ নিশ্চিত হয়ে যায় তাহলে তৃতীয় ম্যাচে বেশ কিছু পরীক্ষা করবে বাংলাদেশ। আর এবার সেই পরীক্ষার সময়টিও এসেছে বাংলাদেশের সামনে।

তিন নম্বর পজিশন ও সাত নম্বর পজিশন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা। সাত নম্বরে একজন অলরাউন্ডারের খোজ করছিল বাংলাদেশ যা সাইফুদ্দিন খুব ভালো ভাবেই করেছে। এখন সেই একই পজিশনে খেলানোর জন্য অন্য কোন তারকাকে তৈরি করতে চায় বাংলাদেশ।

সেটা কে হবে? সৌম্য নাকি আরিফুল? নান্নু বলেছিলেন, সৌম্যকে দিয়ে দুইটা পজিশনে চেষ্টা করা হতে পারে। তিন অথবা সাত নম্বরে।

বর্তমানে তিন নম্বর পজিশনে খেলেছেন রাব্বি। দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। আগামী ম্যাচে তাই তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সেখানেই সৌম্যকে দিয়ে খেলানো হতে পারে। কেননা, সর্বশেষ ঘরোয়া লিগে তিন নম্বর পজিশনে দারুন ব্যাটিং করেছেন সৌম্য।

অন্যদিকে সাইফু্দ্দিনকে আজ বিশ্রাম দিবে বাংলাদেশ। তার জায়গাতেই খেলানো হবে আরিফুলকে। বিশ্রামে থাকবেন মুস্তাফিজ। তার পজিশনে আসবেন আবু হায়দার রনি।