প্রচ্ছদ রাজনীতি হাসপাতালে রাশেদ খান মেনন

হাসপাতালে রাশেদ খান মেনন

 বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এমআই প্রধান জানান, সকালে মন্ত্রী মিন্টু রোডে  তার সরকারি বাসভবনের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তিনি জানান, বর্তমানে মন্ত্রী স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসারত।

তিনি জানান, মন্ত্রীর বা পায়ের হীপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। হাসপাতালের ডাক্তার অতিদ্রুত সার্জারি করতে নির্দেশনা দিয়েছেন।