প্রচ্ছদ আজকের সেরা সংবাদ স্বাস্থ্যবিধি মেনে এক মাস পর জুমা আদায় : আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

স্বাস্থ্যবিধি মেনে এক মাস পর জুমা আদায় : আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মহামারি করোনাভাইরাসের কারণে এক মাস বন্ধ থাকার পর আজ মসজিদে জুমা’র নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল’মান। স্বাস্থ্য বিধি মেনেই নামাজ আদায় করেন তারা। আর ভাইরাস প্র’তিরোধে মসজিদে প্রবেশ পথে ছিল বিশেষ ব্যবস্থা।

করোনাভাইরাসের কারণে সরকারী নিষেধাজ্ঞা থাকায় এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল মসজিদ গুলোতে জামাতে নামাজ আদায়। বিধি-নিষেধ শিথিল করায় চলতি রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে প্রথমবারের মত মসজিদে জুমা’র নামাজ আদায় করলেন মুসুল্লিরা।

শুক্রবার ছুটির দিনে দুপুর ১২টার আগেই জুমার নামাজের জামাতে অংশ নিতে দলে দলে মসিজদে আসতে থাকেন তারা। স্বাস্থ্য’বিধি নেমে বায়তুল মোকা’ররকসহ ঢাকা প্রায় সব মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রের ব্যবহার করার পাশাপাশি ভিতরে সামাজিক দুরত্ব বজায় রেখে জামাতে নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা।

এর আগে জুমার খুতবায় করোনা মহামারি থেকে মানব জাতিকে রক্ষায় পরম করুণাময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান ইমাম। মোনাজাতে মহামারী থেকে রক্ষায় মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভে দেশবাসীর শান্তি কামনা করা হয়।