প্রচ্ছদ আর্ন্তজাতিক সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত ডেনমার্কের

সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত ডেনমার্কের

সৌদি আরবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন স্থগিত করেছে ডেনমার্ক। সাংবাদিক জামাল খাশোগি হত্যা ও ইয়েমেনের সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর মধ্যে জার্মানি ইতিমধ্যে সৌদি আরবে অস্ত্র রপ্তানির লাইসেন্স দেওয়া এবং সবধরণের অস্ত্র বিক্রি স্থগিত করেছে। এছাড়া সোমবার ফ্রান্স জানিয়েছে খাশোগি হত্যাকাণ্ডে তারা শিগগিরই সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। গত প্রায় তিন বছর ধরে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিবেশী ইয়েমেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে সৌদি। এই যুদ্ধে ইতিমধ্যে প্রায় লক্ষাধিক লোক নিহত হয়েছে। খাদ্যাভাবে মারা গেছে প্রায় ৮৫ হাজার শিশু।

ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স স্যামুয়েলসন বলেছেন, ‘ক্রমাবনতির কারণে ইতিমধ্যে ইয়েমেনের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আমরা নতুন একটি পরিস্থিতিতে পড়েছি।’

এই স্থগিতাদেশের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছেন তিনি।