প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সেহেরি নাইটের নামে ‘বেহায়াপনা’, কঠোর পদক্ষেপ মেয়রের

সেহেরি নাইটের নামে ‘বেহায়াপনা’, কঠোর পদক্ষেপ মেয়রের

চট্টগ্রামের জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে সেহেরি নাইট বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশি থানার ওসি (তদন্ত) মুহিবুর রহমান।

পুলিশ জানায়, গত ৭ জুন জিইসি কনভেনশন সেন্টারে দুই দিনের সেহেরি নাইটের আয়োজন করে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এতে নাচ, গান, যাদুসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রমজান মাসের পবিত্রতা নষ্ট হচ্ছে’ এমন অভিযোগ এনে বিষয়টি চট্টগ্রাম সিটি মেয়রকে জানায় নগরবাসী।

মেয়রের নির্দেশ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সেহেরি নাইটের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমকে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সেহেরি নাইটের নামে বেহায়াপনা চলছিল। ইসলাম কোনো দিন এসব সমর্থন করে না। তাই এ ধরনের বেহায়াপনা বন্ধের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের কাজ করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে।