প্রচ্ছদ আর্ন্তজাতিক সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জিনপিং’র

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জিনপিং’র

সেনাবাহিনীকে নিজেদের সাম্রিক ব্যবস্থা জোরদার করতে হবে এবং যে কোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। গতকাল শুক্রবার (৪ জানুয়ারি) সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাণিজ্য নিয়ে দক্ষিণ চীন সাগরে আমেরিকার সঙ্গে বেড়ে চলা টানাপোড়েন এবং তাইওয়ানের মর্যাদা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার ফলেই দেশের জাতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন জিনপিং বলে মনে করছে কূটনৈতিক মহল।

শুক্রবার এব্যাপারেই সেনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট তথা কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান জিনপিং। সেখানেই তিনি বলেন, ‘‌নতুন যুগের জন্য সেনাকে আরও অত্যাধুনিক যুদ্ধকৌশল গ্রহণ করতে হবে। আপৎকালীন ব্যবস্থা জোরদার করতে হবে। যে কোনও সময় যুদ্ধের দায়িত্ব নিতে হবে। কারণ চীন উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে।’‌

কিছু দিন আগে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে আমেরিকার দায়িত্ব নির্দিষ্ট করতে ‘‌এশিয়া রিঅ্যাশিউর‌্যান্স ইনিশিয়েটিভ অ্যাক্ট’‌–কে আইনে পরিণত করতে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে গত বুধবার তাইওয়ানের সঙ্গে চীনের পুনর্মিলন নিয়ে এবং দ্বীপরাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য চীন তার বাহিনীকে কাজে লাগাবে বলে মন্তব্য করেছিলেন জিনপিং। সেই প্রেক্ষিতেই শুক্রবারের বৈঠকে ওই নির্দেশ দেন জিনপিং।