প্রচ্ছদ খেলাধুলা সুইডেন-জার্মানির ম্যাচে ডাগআউটে হাতাহাতি

সুইডেন-জার্মানির ম্যাচে ডাগআউটে হাতাহাতি

ম্যাচের একেবারে শেষ সময়। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সুইডেন ড্র করার আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সে মুহূর্তে সুইডিশদের কাঁদিয়ে গোল করে বসেন টনি ক্রুস। আনন্দে উদ্বেলিত জার্মান শিবির একটু বেসামালই হয়ে গিয়েছিল হয়তো। জার্মান শিবিরের কোচিং স্টাফের একজন সুইডেনের ডাগআউটে গিয়ে কটূক্তি করায় মারামারি লেগে যায় দুই পক্ষের মধ্যে।

সুইডেনের বিপক্ষে জার্মানির ম্যাচটি অনেকটাই বাঁচা-মরার লড়াই ছিল। নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো জার্মানিকে। রাশিয়া বিশ্বকাপে এই গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে। তারা ২-১ গোলে জিতে জাগিয়ে রেখেছে নকআউট পর্বে খেলার আশা। এমন জয়ের পর জার্মান কোচিং স্টাফের একজন প্রতিপক্ষের ডাগআউটে গিয়ে অপমানসূচক কথা বলে ফেলেন। অবশ্য জবাব দিতে ছাড়েনি সুইডিশরা। ডাগআউটে থাকা দুই পক্ষের স্টাফদের মধ্যে কথাকাটাকাটি-মারামারি লেগে যায়। সহকারী রেফারি শেষ পর্যন্ত তুমুল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দেন।

সুইডেনের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ডারসন বলেন, ‘ম্যাচ শেষে তারা (কোচিং স্টাফ) ডাগআউটে লাফালাফি করে এবং অসম্মানসূচক আচরণ করে। তারা আপত্তিকর ইশারাও করেছে। সম্মানের জায়গাটা কোথায়?’

সুইডিশদের এমন দাবি অস্বীকার করেন জার্মান কোচ জোয়াকিম লো। তিনি বলেন, ‘কে তাদের প্রতি ইশারা করেছে? আমি করেছি? আমি তো কাউকে করতে দেখিনি। আমরা উদযাপনে ব্যস্ত ছিলাম। ম্যাচের পর আমরা একে অন্যকে জড়িয়ে ধরেছি। আমরা গর্ববোধ করছিলাম। উগ্র কোনো ইশারা বা আচরণ তাদের প্রতি করা হয়নি।’