প্রচ্ছদ খেলাধুলা সালমা বাহিনীর বোলিং তোপে দিশেহারা ভারত

সালমা বাহিনীর বোলিং তোপে দিশেহারা ভারত

নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে সালমা বাহিনীর বোলিং বিভাগ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের নারী দলের বোলিং আক্রমনের মুখে প্রথম ৭ ওভারে ২৮ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়েছে বেকফুটে চলে যায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় নারী দলের সংগ্রহ ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৭৪ রান।

গ্রুপ পর্বের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। কিন্তু তার পরের ম্যাচই দারুণ ভাবে ঘুরে দাড়ায় তারা।দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। আর শেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল থাইল্যান্ড এবং স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েই ফাইনালের টিকিট পায় টাইগ্রিসরা।