প্রচ্ছদ খেলাধুলা সাকিবের স্পিন বিষে বিপর্যয়ে আফগানিস্তান

সাকিবের স্পিন বিষে বিপর্যয়ে আফগানিস্তান

সাকিব আল হাসানের স্পিনে নাস্তানাবুদ আফগানিস্তানের মিডল অর্ডার। শুরুতে অভিষিক্ত আবু হায়দার রনির ঝলকের পর ভয়ঙ্কর হয়ে উঠা ওপেনার মোহাম্মদ শেহজাদকে রনির তালুবন্দী করে ফেরাসন সাকিব। এরপর অধিনায়ক আসগর আফগান (৮) এবং সামিউল্লাহ সেনওয়ারিকে (১৮) বোল্ড করে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

পাঁচ উইকেট হারিয়ে চাপে আফিগানিস্তান। তবে একপাশ আগলে লড়াই করে যাচ্ছেন অর্ধশতক হাকানো হাসমাতুল্লাহ শহিদী। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৪৫/৫ (৩৫.০) হাসমাতুল্লাহ
৫৬*, নবী ৪*।

অভিষেক রাঙাচ্ছেন রনি, বিপাকে আফগানিস্তান

নিজে বোলিংয়ে না এসে অভিষিক্ত আবু হায়দার রনির হাতেই নতুন বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের আস্থার পুরো প্রতিদান দিলেন রনি। রুবেলের সঙ্গে প্রথম স্পেলটা ভালোভাবেই নিজেদের করে নিয়েছেন।

নিজের প্রথম ওভারে ওপেনার ইনসানুল্লাহকে ফেরারোর পর এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানলেন রনি। দুর্দান্ত ইনসুংয়ে রহমত শাহকে (১০) বোল্ড করে সাজঘরে ফেরালেন।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ২৬/২ (৬.০) শাহজাদ ১০*, হাসমতুল্লাহ ০*।

অভিষেক ওভারেই উইকেটের দেখা পেলেন রনি

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওভারে উইকেটের দেখা পেলেন পেসার আবু হায়দার রনি। ওভারের তৃতীয় বলেই ওপেনার ইনসানুল্লাহকে তুলে নেন তিনি। প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইনসানুল্লাহ (৮)।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান১৩/১ (৩.০) শাহজাদ ২*, রহমত শাহ ৩*।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন, দুই অভিষেক

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ দলে আসছে তিনটি পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া তামিমের পরিবর্তে দলে অভিষেক হচ্ছে নাজমুল হাসান শান্তর।

অন্যদিকে ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ পেসার আবু হায়দার রনির। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে।

এছাড়া আগে থেকে ইনজুরিতে ভোগা মুশফিকও এ ম্যাচে মাঠে নামছেন না। এর ফলে তিন বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: লিটন দাশ, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইনসানুল্লাহ, রহমত শাহ, আসগর স্টানিকজাই (অধিনায়ক), হাসমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবুদিন নবী, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর-রহমান।