প্রচ্ছদ হেড লাইন সাংবাদিক নির্যাতনের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নির্যাতনের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনসহ সব ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কাউন্সিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি কেউই আইনের ঊর্ধ্বে নয়। দোষ করলে সাজা পেতেই হবে। মহাখালী ও পল্টনে সাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তথাকথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন মারা যাওয়ায় আমরা আসল অপরাধীদের বিষয়ে জানতে পারলাম না।

অভিযানের বিষয়ে ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। এগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত আছে। বিনাবিচারে কিছু ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই ঐসকল অভিযান পরিচালিত হচ্ছে।

বর্তমানে রোহিঙ্গারা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে রোহিঙ্গারা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে বিদেশিদেরও একই প্রশ্ন কীভাবে আমরা রেহিঙ্গাদের মোকাবেলা করছি। এর সহজ উত্তরে তখন বলি বাংলাদেশর মানুষ খুব ভালো, তারা বিপদ আপদে সব সময় মানুষের পাশে দাঁড়ায়। ষোল কোটি মানুষকে যদি খাওয়াতে পারি, তাদেরও খাওয়াতে পারব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল প্রমুখ।