প্রচ্ছদ রাজনীতি সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে : নাসিম

সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে : নাসিম

জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠকে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

১৪ দলের এই নেতা বলেন, ‘সেনাবাহিনীর ব্যাপারটি সম্পূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। এটা তো একটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সব নির্বাচন যেভাবে হয় সেভাবে হবে। এটার একটা নির্দিষ্ট আইন আছে, এই আইনের ভিত্তিতেই হবে। নির্বাচন কমিশন সেই আইন ফলো করেই কাজ করবে ইনশা আল্লাহ।’

এ সময় মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে ১৪ দলের শতভাগ সমর্থন রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মাদকবিরোধী এই অভিযান তো অনেকদিন ধরেই চলছে। এটি যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হবে এইটি চলতে থাকবে। এখন পর্যন্ত আপনি দেখবেন কোনো রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হয়নি। গত এক মাসে দেখবেন কোনো ঘটনা ঘটে নাই পলিটিক্যাল মোটিভেশন নিয়ে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানের মতো মাদকবিরোধী অভিযানেও সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।

ভারত থেকে সম্মানসূচক ডি’লিট ডিগ্রি পাওয়ায় এ বৈঠকে ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে আগামী ৭ জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীতে প্রধানমন্ত্রীকে যে সংবধর্না দেওয়া হবে তাতে ১৪ দলের পক্ষ থেকে অংশগ্রহণ থাকবে বলে জানানো হয়।

এ ছাড়া ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও ১৪ দলীয় জোট অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নাসিম জানান।