প্রচ্ছদ আজকের সেরা সংবাদ শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি পেতে হবে: নৌমন্ত্রী

শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি পেতে হবে: নৌমন্ত্রী

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে পড়ে দুই শিক্ষার্থী নিহত ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান (পায়েল) নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

রবিবার সচিবালয়ে মংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন ক্রয়-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর একটি বাস উঠিয়ে দিলে দুইজন ঘটনাস্থলে নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আমি শুধু এইটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে।

এর কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ব্রিজ থেকে ফেলে দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে হত্যার অভিযোগ উঠে হানিফ এন্টারপ্রাইজের বাসের স্টাফদের বিরুদ্ধে। এ বিষয়ে পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে শাজাহান খান বলেন, শুধু এইটুকু বলি, যে অপরাধ করবে, তাকে শাস্তি পেতে হবে।