প্রচ্ছদ জাতীয় শপথ নিয়েই পুলিশ সুপারকে যে নির্দেশনা দিলেন মাশরাফি

শপথ নিয়েই পুলিশ সুপারকে যে নির্দেশনা দিলেন মাশরাফি

নতুন পরিচয়ে যাত্রা শুরু হলো ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই নড়াইলকে মাদকমুক্ত করার জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) কে নির্দেশনা দিয়েছেন মাশরাফি বিন মোর্তজা।

তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুঠোফোনের মাধ্যমে পুলিশ সুপারকে এ নির্দেশনা দেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকালে মাশরাফি বিন মোর্তজা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এর মধ্যে মুঠোফোনে এ সকল কথাবার্তা হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নড়াইল-২ আসনের সংসদ সদস্য তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা প্রথমে আমার নিকট ফোন করেন।

তিনি বলেন, আমি নড়াইল জেলার সন্তান এবং জনগণের ভোটের মাধ্যমে জন প্রতিনিধি হিসেবে নড়াইলবাসীর সেবা করার সুযোগ পেয়েছি।