প্রচ্ছদ আজকের সেরা সংবাদ শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের, আপাতত সিঙ্গাপুরে নেওয়া যাবে না: চিকিৎসক

শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের, আপাতত সিঙ্গাপুরে নেওয়া যাবে না: চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কা‌র্ডিওল‌জি বিভা‌গের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানিয়েছেন, ওবায়দুল কাদেরের যে রক্তনালিটা বে‌শি ক্রি‌টিক্যাল ছিল, আমরা শুধু সেটাই ঠিক ক‌রে‌ছি। কিন্তু সেটি পর্যাপ্ত নয়। কারণ রক্ত সরবরা‌হের জন্য তিন‌টি নালি প্র‌য়োজন হয়। এ মুহূ‌র্তে সেগুলো ঠিক করা যা‌বে না। ঠিক কর‌তে গে‌লে আ‌রো বিপদ ঘট‌বে।

সৈয়দ আলী আহসান জানান, ওই নালিটা ঠিক করার পর তার প‌রি‌স্থি‌তি অ‌নে‌কটা উন্ন‌তির পর্যা‌য়ের গি‌য়ে‌ছিল। কিন্তু এখন অবস্থার উন্ন‌তি আবার অবন‌তি চল‌ছে। ২৪-৭২ ঘণ্টা না য‌াওয়া পর্যন্ত তার অবস্থা স্থি‌তিশীল বলা যা‌চ্ছে না।

‌মে‌ডি‌কেল বো‌র্ডের সিদ্ধান্ত, ওবায়দুল কাদেরের চি‌কিৎসার সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে যাওয়া। তার আ‌গে হার্ট অ্যাটা‌কের হি‌স্ট্রি ছিল। যে‌হেতু তিনি ভে‌ন্টিলেট‌রে আ‌ছেন, তার জীবন শঙ্কা আ‌ছে বল‌তে পা‌রেন। এ মুহূ‌র্তে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপু‌রে পাঠা‌নো যা‌বে না।