প্রচ্ছদ খেলাধুলা লিওনেল মেসির পূর্ণতার কান্না

লিওনেল মেসির পূর্ণতার কান্না

স্যামসন সুপ্রিয় জামান, স্পোর্টস ডেক্স :

২০০৫ সালের অভিষেক হয় মেসি নামের এক লিজেন্ডের। ২০০৫ থেকে ২০২১ সালের এই ১৬ বছরের ক্যারিয়ারে ক্লাব ফুটবলের লা লিগা,চ্যাম্পিয়নস লিগ,কোপা দেলরে,ছয় ব্যালন ডি’অর এমন কোনো শিরোপা নেই যা জেতেন নি তিনি।রেকর্ড ছয়বারের বিশ্বসেরা ফুটবলার তিনি। কিন্তু তবুও আর্জেন্টিনা দলকে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি উপহার দিতে না পারার একটা হাহাকার,একটা অপূর্ণতা,একটা আক্ষেপ বরাবরই রয়ে গিয়েছিলো।

২০১৪ সালের বিশ্বকাপ ও ৩ বার কোপা আমেরিকা চারবার বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়েও ব্যার্থতা আর চোখের পানি নিয়ে ফিরে আসতে হয়। তাই দীর্ঘদিনের আশা একটাই ছিল তার,জাতীয় দলের হয়ে শিরোপা ছিনিয়ে আনা।

২০২১ সালের ১১ জুলাই রিড ডে জানেরিয়োর স্টেডিয়ামটি তার সাক্ষী রয়ে গেলো কোপা আমেরিকায় ফাইনালে জেতার। তাও ২৮ বছরে ১৫ বার শিরোপা জয়ী ব্রাজিল দলের বিপক্ষে খেলে। রেফারির শেষ বাঁশির আওয়াজে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টাইনরা। মাঠে বসে পড়েন লিজেন্ড লিওনেল মেসি,দু’চোখ জুড়ে তার অশ্রু জোয়ার। যা কোনো দুঃখের নয়,হতাশার নয়, যা পূর্ণতার। ২৮ বছর পর তারই নেতৃত্বে শিরোপা। এ যেনো বছরের পর বছর স্বপ্ন লালনেরই প্রতিচ্ছবি।