প্রচ্ছদ আজকের সেরা সংবাদ লকডাউনের ভোগান্তি দেখে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরদোয়ানের প্রত্যাখ্যান

লকডাউনের ভোগান্তি দেখে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরদোয়ানের প্রত্যাখ্যান

লকডাউনে ভোগান্তি দেখে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরদোয়ানের প্রত্যাখ্যান

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

তুরস্কে গত শুক্রবার হঠাৎ করে লকডাউন ঘোষণার পর মানুষজন বাজার করার জন্য মাত্র দুই ঘণ্টা সময় পান। এতে করে ব্যাপকহারে মানুষজন বাজার করতে ভিড় জমান। এমন পরিস্থিতিতে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোওলু। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন।

শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে ৩১টি শহরে ৪৮ ঘণ্টার কারফিউ জারি করে তুরস্কের কর্তৃপক্ষ। এতে দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটার জন্য মাত্র দুই ঘণ্টা সময় পান এসব শহরের মানুষজন। তাই মানুষজন বাজারে হুমড়ি খেয়ে পড়েন। মানুষজন খাবার করতে এতটা ব্যস্ত হয়ে পড়েন যে, অনেকে ফেস মাস্ক না পরেই বাজারে চলে যান। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দেন মেডিকেল বিশেষজ্ঞরা।শুধু তাই নয় এই পরিস্থিতিতে তুরস্কের রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুল, যেখানে ১৬ মিলিয়ন মানুষ বাস করে, তারা খাবার এবং পানীয় কিনতে দৌড়াচ্ছে। সুলেমান সোওলু তার বিবৃতিতে বলেন, অল্প সময়ের মধ্যে নির্দেশ কার্যকর হওয়ার আগে যে ঘটনা ঘটেছে, করোনা আউটব্রেকে কারফিউ ম্যানেজমেন্ট যথাযথভাবে হয়নি।তিনি বলেন, আমি আশা করি যেন আমার দেশের কখনও ক্ষতি না হয় এবং আমাদের প্রেসিডেন্ট, যার প্রতি আমি সারাজীবন বিশ্বস্ত থাকবো, আমাকে ক্ষমা করবেন। তবে সোওলুর পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বর্তমান পরিস্থিতিতে কোনও মন্ত্রীর পদত্যাগ ‘যথাযথ’ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তুরস্কে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজার ১৯৮ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ।