প্রচ্ছদ খেলাধুলা রোনালদোর পর এবার ইতালিয়ান ক্লাবে মেসি?

রোনালদোর পর এবার ইতালিয়ান ক্লাবে মেসি?

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে অনেকেই বলছেন, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি এখন একা হয়ে পড়েছেন! আর সেই সুর ধরেই এবার গুঞ্জন উঠেছে, রোনালদোকে টক্কর দিতে নাকি বার্সেলোনা ছেড়ে ইন্টারমিলানে যোগ দিচ্ছেন মেসি!

এদিকে, ইন্টারমিলানের সবচেয়ে বড় স্পন্সর পিরেলির সিইও মার্কো টরোনচেটি প্রভেরাও জোর দিয়েই এ কথা বলছেন। ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেস এমনটাই জানিয়েছে।

এ ব্যাপারে পিরেলির সিইও দাবি করেন, ইন্টারমিলানের মালিক সানিন মেসির ব্যাপারে বিড করতে পারে। যদি সেটা তিনি করেন, তবে এটা অনেক ধরণের একটি ধামাকা হবে। এ সময় তিনি আরও বলেন, ‘মেসি? কিভাবে তুমি মেসির ব্যাপারে না করবে? এটা সম্ভবই না।’

তবে মেসির স্পষ্ট কথা, ‘আমি বার্সেলোনা ছাড়ার কথা চিন্তাও করতে পারি না, বার্সা সেরা। আর আমি যদি এখানে না খেলি, তা হলে অন্য কোথাও খেলব না।’