প্রচ্ছদ খেলাধুলা রোনালদো, সালাহকে হারিয়ে বর্ষসেরা মদ্রিচ

রোনালদো, সালাহকে হারিয়ে বর্ষসেরা মদ্রিচ

ক্রিস্টিয়ানো রোনালদো এবং মোহামেদ সালাহকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লুকা মদ্রিচ। সোমবার লন্ডনে এই পুরস্কার দেয়া হয়।

অধিনায়কের বাহুবন্ধনী হাতে লাগিয়ে মদ্রিচ ক্রোয়েশিয়াকে তুলেছেন বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বলও। চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রিয়ালের মাঝমাঠেও তার ভূমিকা ছিল অনবদ্য। বছরজুড়ে গোল সংখ্যায় রোনালদো-সালাহর কাছাকাছি না থাকলেও দুজনকে টেক্কা দিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্রোয়েট অধিনায়ক।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন এবং ফিফা একসঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিত। তখন নাম ছিল ব্যালন ডি’অর। ফ্রেঞ্চ ম্যাগাজিনের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফিফা এককভাবে বর্ষসেরা পুরস্কারের প্রচলন করে। ব্যালন ডি’অর আলাদাভাবে দেয়া হয়।

যেসব দেশ ফিফার সদস্য তাদের জাতীয় দলের অধিনায়ক ও কোচ এবং নির্বাচিত সাংবাদিকদের ভোটাভুটিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। দর্শকরাও অনলাইনে ভোট দেন।