প্রচ্ছদ খেলাধুলা রেকর্ড ফাউলের শিকার নেইমার

রেকর্ড ফাউলের শিকার নেইমার

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে নেইমারের গোলে এগিয়ে গেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার। তবে ম্যাচের শুরু থেকে বারবার ফাউলের শিকার হয়ে রেকর্ড করেছে তিনি।

এবারের বিশ্বকাপে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া মেক্সিকোর বিপক্ষে ম্যাচ চলাকালে সবচেয়ে বেশি ২০ বার ফাউলের শিকার হন এ তারকা ফুটবলার। এর আগে, গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১০ বার ফাউলের শিকার হন নেইমার।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে একই ম্যাচে ১১ বার ফাউল করেন তিউনিসিয়ার খেলোয়াড়রা। এরপর এক ম্যাচে এতোবার ফাউলের শিকার হননি আর কেউ।