প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। মারা গেছেন আরও ৪ জন। এখন পর্যন্ত দেশে ১৪ ঘণ্টায় এটাই সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।

রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত চার দিনের আক্রান্তের সংখ্যা হিসেবে দেখা যায়, গত বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ১১২ জন। মৃত্যু হয় ১ জনের। টেস্ট করা হয় ১ হাজার ৯৭ জনের। শুক্রবার শনাক্ত হয় ৯৪ জন। মারা যান ৬ জন। ১৮৪ জনের টেস্ট করা হয়।

আজ রোববারের ফলাফলে দেখা যায়, এই সংখ্যা বেশ বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬২১।  

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে।