প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় যাত্রীবাহী ট্রাক্টর উল্টে নিহত ২ ॥ আহত ১৫

রায়পুরায় যাত্রীবাহী ট্রাক্টর উল্টে নিহত ২ ॥ আহত ১৫

তন্ময় সাহা,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী অনুমোদনবিহীন ট্রাক্টর (ইছার মাথা) নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ঘটনাস্থলে নিহত হয় ১জন ও পরে হাসপাতালের নেওয়ার পথে আরো ১ জন মারা যায়। এসময় আহত হয় অন্তত ১৫জন। সকলেরই উঠতি বয়সের যুবক। নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন: মোঃ মামুন (১৫)। সে উপজেলার টুকিপুরা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও পলাশতলী কাসেমুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী, একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল (১৩)। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন : একই এলাকার সবুজ (১৫), জনি (১৬), বাবু ভুইয়া (২০), রাসেল মিয়া (১৫) সহ ১৫জন।
আজ বুধবার সকাল আনুমানিক ৬ ঘটিকায় উপজেলার রায়পুরা-রাধাগঞ্জ সড়কের খাকচক নাম এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে উপজেলার টকিপুরা গ্রামের উঠতি বয়সের ২৫/২৬জন যুবক নিকটস্থ্য রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলা উদ্যেশে এলাকায় রাস্তার পাশে জড়ো হয়। এসময় একটি খালি ট্রাক্টর (ইছার মাথা) আসলে তারা এটাতে উঠে পড়ে কলেজ মাঠে যাওয়ার উদ্যেশে। ২৫/২৬জন যুবক নিয়ে ট্রাক্টর চালক পেরোয়াভাবে চালিয়ে আসছিল। টুকপুরা ও কলেজ মাঠের মাঝামাঝি স্থান খাকচকে আসলে বাঁকা রাস্তা অতিক্রম করতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা অধিকাংশ যুবকই আহত হয়। এরমধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে নিকটস্থ্য রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আসলে কর্তৃব্যরত ডাক্তার মামুন নামে একজনকে মৃত ঘোষনা করেন এবং ১ জনকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেন।