প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ কুষ্টিয়ায় অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) কে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ২০ জুন বুধবার বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল আলম দুদু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ’র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, বীর মুক্তিযোদ্ধা শাহবুব আলী, বীর মুক্তিযোদ্ধা কমরেড রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শিল্পী কনক চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, রবীন্দ্রমেত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি জুলফিকার আলী, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, আশরাফুল ইসলাম আশরাফ, আমিরুল ইসলাম মকলু, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক নাসির বিশ্বাস, গণেশ জোয়ার্দ্দার, মিহির চক্রবর্তী, এস.এস রুশদী, নারী নেত্রী শ্যামলী ইসলাম, মাহবুব হাসান, ইমতিয়াজ আলামিন প্রমুখ। বক্তারা অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধার ও অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবী জানান।

উল্লেখ্য, গত ০৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে দেব দত্তের বাবা পবিত্র দত্তের ফোনে অপহরনকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে।