প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় বিএনপির মনোনয়ন ফরম জমাদানে বাঁধা প্রদান করার অভিযোগে

রায়পুরায় বিএনপির মনোনয়ন ফরম জমাদানে বাঁধা প্রদান করার অভিযোগে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি ঃ রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমাদানে বাঁধা প্রদান করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রায়পুরা উপজেলা চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়ন উপ-নির্বাচনে মৃত্য আহম্মেদ আলীর ছেলে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বিএনপির মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহ আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,বাঁশগাড়ী ইউনিয়নে উপ নির্বাচনের তফসিল মোতাবেক ২৪ শে জুন ২০১৮ইং মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আমি ২৩ শে জুন ২০১৮ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে সোনালী ব্যাংক রায়পুরা শাখার মাধমে ফ্রি বাবদ ৫ হাজার ও সিডির জন্য ৫০০শত টাকা জমা করে গত ২৪ জুন সকালে নির্বাচন অফিস চলাকালিন সময়ে মনোনয়ন ফরম ক্রয় করে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আমার প্রতিনিধি আমার ছেলে শুভ ও ভাতিজাকে নির্বাচন অফিসে আসলে সরকারী দলের যুবলীগ,ছাত্রলীগ ও প্রশাসনের সহযোগিতায় আমার প্রতিনিধিকে বাঁধা সৃষ্টি করে মারধর করে তাড়িয়ে দেয়। এতে আমার ছেলে ও ভাতিজা আহত হয়। এমত অবস্থায় অন্য কোন উপায়ন্তর না দেখে আমরা নরসিংদী জেলা নির্বাচন অফিসে চলে যায়, সেখানেও কোন সমাধান না পেয়ে আবারো রায়পুরা নির্বাচন অফিসে আসলে তারা বাধা গ্রস্থ করেন । আজ ২৬শে জুন আপনাদের স্মরনাপন্ন হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনারের নিকট জোড় দাবী উক্ত নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষনা করে বিএনপির মনোনীত প্রার্থীকে উপ নিবার্চনে অংশ গ্রহন করার সুযোগ দেওয়ার জন্য জোর দাবী করছি।