প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় ড্রেজারে অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রায়পুরায় ড্রেজারে অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রায়পুরা (নরসিংদী) থেকে তন্ময় সাহা : নরসিংদীর রায়পুরায় একটি ইজারাকৃত বালু মহলের ড্রেজারে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ঐ বালু মহলের ইজারাদার মেসার্স সরকার ইন্টারন্যাশনালের স্বত্তাধীকারি মোঃ রোকুনুজ্জামান সরকার।
তিনি বৃহস্পতিবার সকালে হাসিমপুর বাজারে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালু মহালের ইজারা পান তিনি। পরে কর্তৃপক্ষ বালু মহালের সীমানা নির্ধারন করে দিলে ইজারাকৃত স্থান থেকেই বালু উত্তোলন করে আসিতেছেন। কিন্তু তার প্রতিপক্ষের কিছু অসাধু লোক ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বার বার ক্ষতি সাধন করছে। এমনকি একাধিক বার ড্রেজারে হামলা চালিয়ে লোকজনকে মারধরসহ ড্রেজারের মালামাল ভাংচুর এবং নগদ অর্থ লুটপাটের ও চাাঁদাবাজির অভিযোগও করেন তিনি।
এমতাবস্থায় এ পরিস্থিতি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংস্লিস্ট কর্তপক্ষের নিকট জোর আবেদন করেন।
এসময় সোহরাব উদ্দিন, মোঃ হিরন মিয়া,মনির হোসেন,আমজাদ সরকার,ফারুক মিয়া, আঃ রশীদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।