প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় টেকাব প্রকল্পের সমাপনী অনু্ষ্ঠিত

রায়পুরায় টেকাব প্রকল্পের সমাপনী অনু্ষ্ঠিত

তন্ময় সাহা : নরসিংদী রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  আজ সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুলস ফর আন্ডার প্রিভিলেজ রুরার ইয়ং পিপলস অব বাংলাদেশ ” টেকাব -এর শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ১মাস ব্যাপী   প্রশিক্ষনের সমাপনী অনু্ষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের লক্ষমাত্রা এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মক্ষমতা  সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং বেকারত্বকে চিরতরে বিদায় জানানো। প্রতিটি উপজেলায় ৩টি ব্যাচে মোট ৪০জন শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রধান করা হয়েছে।

এতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাদেকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
ভ্রাম্যমান ভ্যানে মাসব্যাপী টেকাব প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকরতা মোঃ জাকির হোসেন মোল্লা।

এসময় অতিথি বৃন্দ টেকাব প্রকল্পে প্রশিক্ষনার্থীদের হাতে সফলতার সনদ তুলেদেন।
অনুষ্ঠানে রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, রায়পুরা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক তন্ময় সাহা,যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারী  ও প্রশিক্ষনার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।