প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই!! অর্ধকোটি টাকার ক্ষতি

রায়পুরায় অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই!! অর্ধকোটি টাকার ক্ষতি

তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটের অগ্নিকান্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

বুধবার ভোররাতে হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।খবর পেয়ে স্থানীয় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো : জামাল উদ্দিনের কাঠ ও কফি হাউজ, তাজুল ইসলামের গরুর খাবার, নাজিম উদ্দিনের গরুর খাবার, বাছেদ মিয়ার গরুর খাবার, পাভেল মিয়ার গরুর খাবার, আব্দুর রহিম মুরগীর দোকান, এনামূল হক সরকারের চাউলের দোকান, ছাদেক মিয়ার সাউন্ড সিস্টেম, ও কামাল মিয়ার রাইচ মিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা।

মার্কেট মালিক জামাল উদ্দিন আহমেদ ও অলিউল্লাহ জানান, এ বাজারে আমাদের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
রায়পুরা ফায়ার সার্ভিসের লিডার কাজি মোঃ নোমান বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।