প্রচ্ছদ খেলাধুলা রামোস একটি “কসাই” – মিসরীয় গণমাধ্যম

রামোস একটি “কসাই” – মিসরীয় গণমাধ্যম

শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের ২৭ তম মিনিটে বল দখলে নিতে সালাহর হাতে হেঁচকা টান দেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। রামোসের করা এই ফাউলে সালাহের কাঁধের হাঁড় ভেঙে দুই টুকরো হয়ে যায়। আর এই মারাত্নক ইনজুরিতে মাঠ ছাড়ার সময় বিশ্বকাপের অনিশ্চিত ভবিষ্যত ও হাঁড় ভাঙা যন্ত্রণায় কাঁদতে থাকেন সালাহ। পরে শোনা যায় খুব সম্ভবত বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন মিশরীয় মেসি।

সালাহকে এমন ফাউল করে জখম করার জন্য রামোসকে ‘কসাই’ বলে অ্যাখ্যা দিয়েছে মিশরীয় পত্রিকা দৈনিক আল মিশরী আল উম। তারা লিখেছে,

“কসাই রামোস যখন নিষ্ঠুরভাবে সালাহকে মাটিতে ফেলে দেয়, তখন পুরো মিসরবাসী কাঁদছিলো।”

আরেক দৈনিক এল ওয়াটান লামেন্টেড জানিয়েছে,

“মাদ্রিদ অধিনায়কের আঘাতের উদ্দেশ্যই ছিল সালাহকে মাঠ থেকে বের করে দেওয়া।”

এছাড়াও বিশ্বের সমস্ত প্রিন্ট-অনলাইন পত্রিকাই সালাহর বিশ্বকাপ নিয়ে সংবাদ করেছে।