প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রাজধানীতে ট্রাফিক আইনে ৫৯৫১ মামলায় ৩০ লক্ষাধিক টাকা জরিমানা

রাজধানীতে ট্রাফিক আইনে ৫৯৫১ মামলায় ৩০ লক্ষাধিক টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫,৯৫১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। একই সাথে এসব মামলায় ২৯,৮১,৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৯০২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১২৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২২৪৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৫টি মামলা করা হয়।

সোমবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হয়। সূত্র : ডিএমপি নিউজ