প্রচ্ছদ খেলাধুলা যে গোপন অস্ত্র নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা

যে গোপন অস্ত্র নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা

লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাসচেরানোদের মত সেরা সব ফুটবলারে ঠাসা আর্জেন্টিনা স্কোয়াড। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখা হয়েছে শুধুমাত্র লিওনেল মেসির কারণে। প্রতিপক্ষ দলগুলো মেসি আটকানোর ছক কষছে। কেননা মেসিকে আটকাতে পারলেই যে আর্জেন্টিনাকেও আটকে দেয়া যাবে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে যেসব দল এভাবে ভাবছে তাদের জন্য দুঃসংবাদ। মেসিদের দলে আছে ক্রিস্টিয়ান পাভোন নামের এক গোপন অস্ত্র।

এখনো ফুটবল বিশ্বে অপরিচিত এই স্ট্রাইকারকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার গোপন অস্ত্র হিসেবে। তুরুপের তাস হয়ে ২২ বছর বয়সী পাভোনকে আর্জেন্টিনার ৩১ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর লড়াইয়ে দেখা যাবে রাশিয়ায়। সদ্য শেষ হওয়া ইতালিয়ান সিরি ‘আ’তে সর্বোচ্চ গোল করেও বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়নি মাউরো ইকার্দির। ক্রিস্টিয়ান পাভোন কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা দলে।

পাভোন ১২ বছর বয়স থেকেই আলোচিত আর্জেন্টিনার ফুটবলে। লিওনেল মেসিকে আইডিয়ল ভাবা পাভন আর্জেন্টিনার যুব দল পেরিয়ে এখন জাতীয় দলে। খেলবেন বিশ্বকাপে।গত বছর জাতীয় দলে অভিষেকের পর আলো ছড়িয়েছেন। বোকা জুনিয়র্সের এই ফুটবলারের মধ্যে ‘স্পেশাল’ কিছু গুণ আছে। উইঙ্গার হিসেবে দুই প্রান্তেই সমানে খেলতে পারেন। আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ভয়ংকর। দ্রুতগতির ক্রিস্টিয়ান পাভোনের রয়েছে দূরপাল্লার শট নেয়ার ক্ষমতা। ডিফেন্স চেরা পাস দিতেও পারদর্শী এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৪ ম্যাচ খেলা পাভন।

লিওনেল মেসি পাভোন সম্পর্কে বলেছেন,‘কোচের ছক অনুযায়ী পাভন খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার আমাদের দলের জন্য।’ আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনের ক্লাব তাল্লারেসের হয়ে ক্যারিয়ার শুরু করা পাভন খেলেছেন আর্জেন্টিনার শীর্ষ ক্লাব আতলেতিকো কোলন-এ। ২০১৪ সাল থেকে খেলছেন বোকা জুনিয়র্সে। ইংলিশ ক্লাব আর্সেনাল বিশ্বকাপের পরই পাভনকে দলে ভেড়াতে পায়। বোকা জুনিয়র্সও সুযোগ বুঝে আগেই ৩৬ মিলিয়ন ডলার রিলিজ ক্লজ ঝুলিয়ে রেখেছে।