প্রচ্ছদ রাজনীতি যে কারনে জামায়াতকে ছাড়ছে না বিএনপি

যে কারনে জামায়াতকে ছাড়ছে না বিএনপি

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আপত্তি থাকলেও, জামায়াতকে ছাড়ছে না বিএনপি। বিশদলীয় জোটের শরিক হিসেবে জামায়াতে ইসলামীকে রেখেই আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে এগোতে চায় দলের নেতারা।
তারা বলছেন- জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই তাদের এখন বড় চ্যালেঞ্জ। এই আন্দোলনে বিএনপিকেই প্রধান ভূমিকা পালন করার পরামর্শও দেন বিশ দলীয় জোটের নেতারা।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে গেল অক্টোবরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ঘরানার দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের শুরু থেকেই আলোচনায় উঠে আসে জামায়াত প্রসঙ্গ। নির্বাচনের পর সেই প্রসঙ্গ আরো জোরালো হয়ে উঠে ঐক্যফ্রন্টের মধ্যে। ডক্টর কামাল হোসেন ও জোটের অন্য নেতারা সরাসবি বলেন, জামায়াতের সাথে ধানের শীষ নিয়ে নির্বাচন করাটা ভুল হয়েছে। জোটের স্বার্থে জামায়াত ছাড়ার বিষটি পরিস্কার করেছে তারা।

তবে শরিকদের এমন দাবিকে আমলে নিচ্ছে না বিএনপিসহ বিশ দলীয় জোট। কেন্দ্রীয় নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ থাকতেই পারে। কে কার সাথে জোট করল সেটা বড় কথা নয় ববং গণতান্ত্রিক আন্দোলনকে সুসংহত করাই এখন গুরুত্বপূর্ণ।

জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে জামায়াত ইস্যু নিয়ে বিরোধের প্রসঙ্গে এই নেতারা বলেন, জামায়াত আন্দোলনের শরিক। পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকেই নেতৃত্ব দেয়া উচিত বলেও মনে করেন তারা।
বিএনপিকে জামায়াত ছাড়ার চাপকে তারা একটি মহলের স্বার্থ বলে মনে করেন। জোটের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন এই নেতারা।