প্রচ্ছদ হেড লাইন যুক্তরাজ্যে প্রথমবার মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষা

যুক্তরাজ্যে প্রথমবার মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষা

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

যুক্তরাজ্যে এই প্রথম পরীক্ষামূলকভাবে কোনও রোগীর দেহে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল মানবদেহে পরীক্ষামূলক এই ভ্যাকসিন প্রয়োগ করে। একজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিবিসি এবিষয়ে খবর প্রকাশ করেছে।পরীক্ষামূলক প্রতিষেধক নেয়া এলিসা গ্রানাটো বলেন, আমি একজন বিজ্ঞানী। তাই আমি বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকে সমর্থন করার চেষ্টা করতে চেয়েছি।

এই ভ্যাকসিনটি তৈরি করতে ৮০০ বেশি গবেষক কাজ করেছেন। তিন মাসের কম সময়ের মধ্যে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। জেনার ইনস্টিটিউটের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট প্রাক ক্লিনিকাল গবেষণাটির নেতৃত্ব দেন।গিলবার্ট বলেন, নিশ্চিতভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে এই প্রতিষেধকটি কাজ করবে। এই ধরনের রোগের প্রতিষেধক নিয়ে আমরা আগেও কাজ করেছি। আমরা বিশ্বাস করি করোনার প্রতিষেধক হিসেবে এটি কাজ করবে।