প্রচ্ছদ জাতীয় যানজটমুক্ত রাখতে চট্টগ্রামে পুলিশের সাইকেল বাহিনী

যানজটমুক্ত রাখতে চট্টগ্রামে পুলিশের সাইকেল বাহিনী

চট্টগ্রাম মহানগরীকে যানজটমুক্ত রাখতে চট্টগ্রাম নগর পুলিশের নানা উদ্যোগের পাশাপাশি একটি সাইকেল বাহিনী গঠন করে নতুন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় নগর ট্রাফিক পুলিশের ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে যানজট নিরসনে কাজ করবে।

রোববার থেকে এই সাইকেল বাহিনীর কার্যক্রম চলবে পুরোদমে। এর আগে শনিবার নগরীর টাইগারপাস এলাকায় এই দলের কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারী।

উপকমিশনার হারুনুর রশিদ হাযারী জানান, সাইকেল নিয়ে নগর ট্রাফিক পুলিশের একটি ভ্রাম্যমাণ দল নগরীর বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করবে। এই টিমের সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট পয়েন্টে নির্ধারিত থাকবে না। যেখানে যানজট বেশি হবে সেখানে তারা ছুটে যাবে। ওই পয়েন্টে দায়িত্বরত সদস্যদের সঙ্গে কাজ করে তারা যানজট নিরসনের কাজ করবে। ১০ সদস্যের এ টিমকে বাইসাইকেল দেওয়া হয়েছে যানজটপ্রবণ এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য।

এর সাফল্যের ওপর নির্ভর করে এই ধরনের মোবাইল টিমের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।