প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মেয়ের বোরকা: তসলিমাকে এ আর রহমানের জবাব

মেয়ের বোরকা: তসলিমাকে এ আর রহমানের জবাব

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে কয়েকদিন আগে রীতিমতো বাহাস হয়ে গেলো এ আর রহমানের কন্যা খাতিজার। মূলত খাতিজার বোরকা পরা নিয়েই এ বাহাস। এবার সে বাহাসে যোগ দিলেন আন্তর্জাতিক তারকা এ আর রহমান। জবাব দিলেন তসলিমা নাসরিনকে। এ নিয়ে এনডিটিভির অনলাইনে এক রিপোর্টে বলা হয়েছে, ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান-এর দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীন ভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে।

ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে”— মেয়ে খাতিজা রহমানকে নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষের পর অবশেষে সরব হলেন আন্তর্জাতিক তারকা আল্লারাখা রহমান (এআর রহমান)। চলতি মাসেই খাতিজার আপাদমস্তক বোরখায় ঢাকা ছবি দেখে বিতর্কিত লেখিকা মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তাঁর দম আটকে আসে! সঙ্গে সঙ্গে টুইটে তাঁকে মুখের ওপর জবাব দেন শিল্পীর মেয়ে।
এখানেই শেষ নয়। এআর রহমান আরও বলেন, ‘আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়ে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধহয় সবাই জানেন না, বোরকা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যাকে আমার মেয়ে নিজের ইচ্ছেয় গায়ে তুলেছে। তারপরেও কেন এত বিরোধ এই নিয়ে!’

আগে এক সাক্ষাৎকারে এআর রহমান আরও বলেছিলেন, মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব, আমি নিজের ইচ্ছেয় এই পোশাক গায়ে তুলেছি। কারোর জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পার।” তারপরেই সরব হন আল্লারাখা।