প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জ পৌর এলাকায় লকডাউন অমান্য কারায় মোবাইল কোর্টের জরিমানা

মানিকগঞ্জ পৌর এলাকায় লকডাউন অমান্য কারায় মোবাইল কোর্টের জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি :
সরকারি নির্দেশনা অমান্য করায় মানিকগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত কয়েকজন ব্যক্তিকে জরিমানা করেছে।
শুক্রবার (২৬ জুন) সকালে মানিকগঞ্জ পৌরসভার মানিকগঞ্জ শহর, শহীদ রফিক সড়ক, গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া, জরিনা কলেজ মোড় ও বেউথা রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা গেছে, সরকারি নির্দেশনা মতে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, রেডজোন ঘোষিত এলাকাসমূহে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া, শাটার অর্ধখোলা রেখে দোকান পরিচালনার চেষ্টা করা ইত্যাদি কারণে অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যক্তিকে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে না বের হওয়ার বিষয়ে সকলকে সতর্ক করে দেন।
এছাড়াও জনসচেতনতার অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন তাদেরকে মাস্ক প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।