প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে মাদক মামলায় তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

মানিকগঞ্জে মাদক মামলায় তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

সাইফুল ইসলাম, শানিকগঞ্জ থেকেঃ মানিকগঞ্জে বিপুল পরিমান ইয়াবা (৫হাজার ১৬পিস) উদ্ধারের মামলায় তিন আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা তিনটায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক

দন্ডপ্রাপ্ত আসামী আরিফুর রহমান রানাকে ১৫ বছর কারাদন্ড ৩লাখ টাকা জরিমানা আবদুল্লাহ আল মামুনকে ৮বছর কারাদন্ড ২লাখ টাকা জরিমানা এবং মহিদুর মোল্লাকে ৫বছর কারাদন্ড ১লাখ টাকা জরিমানা প্রদান করেন।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৮সালের ১৭মার্চ মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা গ্রামে মোহাজার আলীর বাড়িতে সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে ৫হাজার ১৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এর সাথে জড়িত থাকার অভিযোযে দন্ডপ্রাপ্তদের আটক করা হয়।

পরে দীর্ঘ তদন্ত শেষে ডিবির সাব ইন্সপেক্টর শামীম আল মামুন ২০১৮সালের ১৫ জুন আদালতে চার্জশীট দাখিল করেন।

বিজ্ঞ বিচার দীর্ঘ শুনানী এবং ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ২৫ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তিন আসামী রানা, মামুন ও মহিদুরকে উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।